‘গার্ড অব অনারে’ নারীর বিকল্প

ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি সিপিবি নারী সেলের

মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানে নারী ইউএনও’র পরিবর্তে কোনও পুরুষ কর্মকর্তা নিয়োজিত করার যে প্রস্তাব করেছে— তা একটি সংবিধানবিরোধী অবস্থান বলে অভিহিত করেছে সিপিবির নারী সেল। সংগঠনটি মনে করে, এটি নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এই প্রস্তাবকারীদের আইনের আওতায় আনতে হবে।

সোমবার (১৪ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

রবিবার (১৩ জুন) সংসদীয় কমিটি প্রদত্ত প্রস্তাবকে প্রত্যাখান করে বিবৃতিতে বলা হয়, ‘যারা এ প্রস্তাব করেছেন, তারা বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অবস্থান নিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘রাষ্ট্রের একজন কর্মকর্তা কোন লিঙ্গের হবে, সেটা কোনও বিবেচ্য বিষয় হতে পারে না। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে তার দায়িত্ব পালন করেন।’

সংগঠনটির দাবি, ‘এ ধরনের প্রস্তাব করা এক ধরনের ধৃষ্টতা দেখানো। কোনোভাবেই বাংলাদেশের নারী সমাজ ও আপামর জনগণ এ প্রস্তাব গ্রহণ করবে না।’