আবু ত্ব-হা’র সন্ধান বের করা রাষ্ট্রের দায়িত্ব: বাংলাদেশ খেলাফত মজলিস

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান বের করা প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা রেজাউল করিম বলেন, আলোচক ত্ব-হা আদনানসহ চারজন লোক নিখোঁজ, তার পরিবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনোও কুলকিনারা পাচ্ছে না। এতে দেশের মানুষের মাঝে হতাশা ও আশঙ্কা তৈরি হচ্ছে, এটা দেশ ও জাতির জন্য অশনি সংকেত।

তিনি আরও বলেন, খুন, ধর্ষণ, মাদাকাসক্তিসহ অনৈতিক কার্যকলাপ সমাজ ও রাষ্ট্রে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কেউ কারো জীবন ও মান সন্মানের তোয়াক্কা করছে না। অহরহ আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, এতে সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। রাষ্ট্রকে এসকল বিষয়ে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমুখ।