সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে: ওয়ার্কার্স পার্টি

কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রফতানিমুখী শিল্পের মালিকদের চাপে রবিবার (১ আগস্ট) থেকে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারিরোধ ব্যাহত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার শামিল বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী এ দলটি জানিয়েছে, এরকম পরিস্থিতিতে মনে হচ্ছে সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বা করোনা মহামারি রুখতে আন্তঃমন্ত্রণালয় কোনও সমন্বয় নেই।

সোমবার (২ আগস্ট) রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এ মতামত উঠে আসে। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় ‘করোনা মহামারি পরিস্থিতি ও পার্টির করোনা স্বেচ্ছাসেবক ব্রিগেডসমূহের কাজের পর্যালোচনা’ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে পলিটব্যুরো কয়েকটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে।

কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি মনে করে, সরকারের এই বিবেচনাহীন সিদ্ধান্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিলকে আরও প্রলম্বিত করবে।

আলোচনায় অংশ নেন আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল প্রমুখ।