আগামী বছরেও টিকা নিশ্চিত করতে পারবে না সরকার: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন পর্যন্ত ভ্যাকসিনের (টিকা) ব্যাপারে সরকারের পদক্ষেপে একথা নিঃসন্দেহে বলা যায়‑ এই সরকার এই বছর তো দূরের কথা আগামী বছরের মধ্যেও দেশের মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পারবে না। জনগণের ভোট ডাকাতি করে নিয়ে গেছেন, জোর করে ক্ষমতায় গিয়ে যাচ্ছেতাই করছেন। কিন্তু জনগণের জীবন নিয়ে ছলচাতুরী করবেন না।’

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না।

মান্না বলেন, ‘সবাইকে সাথে নিয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। সরকারের ঘোষণা অনুযায়ী মজুদ সোয়া কোটি টিকার সাথে এই মাসের মধ্যে আরও ১ কোটি ডোজ টিকা আসবে। কিন্তু তারপর কবে, কোথা থেকে, কিভাবে টিকা আসবে, সেই ব্যাপারে সরকারের কিছুই জানায়নি।’

তিনি অবিলম্বে ভ্যাকসিনের বিষয়ে সরকারের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

মান্না বলেন, ‘কবে, কিভাবে, কোথা থেকে টিকা আসবে, কিভাবে এবং কবে নাগাদ ১৩ কোটি মানুষকে তা দেওয়া হবে, সেই ব্যাপারে বিস্তারিত জানান।’

তার দাবি, আইইডিসিআর যেভাবে প্রতিদিন বুলেটিন আকারে করোনার সংক্রমণ এবং মৃত্যুর তথ্য প্রদান করে, সেভাবে প্রতিদিন টিকার আপডেট বুলেটিন আকারে প্রচারের ব্যবস্থা করতে হবে। সবাইকে অন্ধকারে রেখে ভ্যাকসিন কার্যক্রম তথা সার্বিক করোনা সংকট মোকাবেলা করা সম্ভব নয়।