বাবুনগরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজনীতিকরা বলেছেন, বাবুনগরীর মৃত্যুতে ধর্মভিত্তিক সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো তার অনুসারীরা। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান রাজনীতিকরা।

হেফাজতের আমির আলোচনায় আসেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে। নেতারা ওই বছরের ৫ মে শাপলা চত্বরে তাকে দেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবেও দেখার কথা জানান।

২০১০ সালে নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করতে গিয়ে চট্টগ্রামে হেফাজতের আত্মপ্রকাশ ঘটে। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ওই সময় বাবুনগরীকে দেওয়া হয় মহাসচিবের দায়িত্ব। পরে গত বছরের সেপ্টেম্বরে আল্লামা শফীর ইন্তেকালের পর থেকে তিনি হেফাজতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা বাবুনগরীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি মাওলানা মুফতি রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক প্রমুখ।