ঐক্যের আহ্বান হেফাজতের নতুন আমিরের

বিভক্ত হেফাজতে ইসলামের ঐক্যের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। আমিরের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করি। হেফাজতের মতো সর্বস্তরের মুসলিম জনতার সংগঠন থেকে দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করি। যাতে করে মানুষ তাদের দ্বীন-ঈমান ও আমল-আখলাকের ব্যাপারে স্বস্তি ফিরে পায়।’

তিনি বলেন, ‘আমি দেশের সব তৌহিদি জনতার কাছে আকুল আবেদন করছি, আপনারা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের মতো সম্মিলিতভাবে পূর্ণ এখলাসের সঙ্গে কাজ করে হেফাজতে ইসলামের হাতকে মজবুত করুন। এভাবে কাজ করলে হেফাজতে ইসলাম মুসলিম জনতার প্রাণের আশা পূরণে সক্ষম হবে।’

হেফাজত আমির বলেন, ‘১৯ আগস্ট হাসপাতালে আমার কলিজার টুকরা ভাগিনা জুনায়েদ বাবুনগরী ( হেফাজত  আমির)  ইন্তেকাল করেন। পরে হেফাজতের বর্তমান মজলিসে শুরা ও কার্যকরী পরিষদের পরামর্শে আমিরের পদশূন্যতা পূরণের লক্ষ্যে রাত ১১টা ২৫ মিনিটে তাঁর জানাজার আগমুহূর্তে আমির হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার পক্ষে এই মহৎ দায়িত্ব পালন করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। যেহেতু নাম ঘোষণা হয়ে গেছে, তাই আমি যথা সম্ভব সবার সুপরামর্শে এই ঈমানি সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

হেফাজতকে অরাজনৈতিক দ্বীনি সংগঠন উল্লেখ করে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমাদের কিছু লোকেরা চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে এটা হওয়া উচিত নয়। যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।’