সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ

কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল করে বামজোট। কুমিল্লা, রাজশাহী, হাতিয়াসহ সারাদেশে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার করার দাবিতে এ সমাবেশ করে বামজোট।

সমাবেশে বক্তব্য রাখেন ‑ জোটের শরিক সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জোট সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বামনেতা অধ্যাপক আবদুস সাত্তার, রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া প্রমুখ।

সমাবেশে একজন বক্তা বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটানো হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি আড়াল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন অপর এক বক্তা।