ভাসানী ছাত্র ব্রিগেডের আত্মপ্রকাশ

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন ‘ভাসানী ছাত্র ব্রিগেড’। এর নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন।

সংগঠনটির অন্যতম উদ্যোক্তা সৈকত আরিফ বলেন, ‘মওলানা ভাসানী এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু করলাম।’

ভাসানী ছাত্র ব্রিগেড সংগঠনের নেতাকর্মীরা

উদ্বোধনী কর্মসূচিতে সংগঠনের সমন্বয়ক হাসান আল মেহেদীর মন্তব্য, “আমাদের এই পৃথিবীকে বাঁচাতে চারপাশ প্লাস্টিকমুক্ত করতে হবে। মওলানা ভাসানী তার দূরদৃষ্টি দিয়ে এ বিষয়টি বুঝতে পেরেছিলেন। তার ‘পালনবাদ’ আজও তাই প্রাসঙ্গিক।”