বিএনপিকেই ঐক্যের উদ্যোগ নিতে হবে: মান্না

গণতন্ত্রের ঐক্যের ব্যাপারে বিএনপিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই উদ্যোগ বিএনপিকেই নিতে হবে, তাহলে অন্যান্য দল আস্থা পাবে। সেটা আমি এবং আমার মতো পরিষদ ডাকলে পারবে না।’

রবিবার (৩১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারী অধিকার ফোরাম’ আয়োজিত ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট, আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মান্না বলেন,  ‘যদি ঐক্যের ডাক না দেন, একসময় মানুষ নিজেই নামবে। বাংলাদেশের মানুষ এখন এতই অতিষ্ঠ যে, মানুষ দাঁড়াবেই। সময় থাকতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তাতে মানুষ বাঁচবে, জাতি বাঁচবে।’

তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই অসম্প্রদায়িক বাংলা চাই। কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ তখনই হবে, যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। সেজন্য গণতন্ত্রের লড়াই  সকলে একত্র হয়ে যদি উদ্যোগ গ্রহণ করি, এভাবে যদি আমরা ভাবতে পারি, হয়তো কিছু একটা হবে।’

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক  সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।