‘গ্র্যান্ড ন্যাশনাল কনফারেন্স’ করবে গণফোরাম

সার্বিক গণঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় চার মূলনীতিতে বিশ্বাসী সকল দল এবং শ্রেণী-পেশার মানুষকে নিয়ে একটি ‘গ্র্যান্ড ন্যাশনাল কনফারেন্স’ করবে গণফোরাম (একাংশ)। দলটি জানিয়েছে, এর মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বৈপ্লবিক পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কনফারেন্স হবে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান,
গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে এই রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়।

গণফোরাম মনে করে, যেসব আদর্শ এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ শহীদের রক্তে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিল তা আজ ধূলিসাৎ হতে চলেছে। এর মূল কারণ হলো সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতির তোয়াক্কা না করে পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের মাধ্যমে সর্বগ্রাসী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কায়েম করা।

দলটির অভিযোগ, জনগণের মালিকানা নেই, মৌলিক অধিকার নেই, জীবন ও জীবিকার গ্যারান্টি নেই, এমনকি ভোটার অধিকারও হরণ করা হয়েছে। আমলাতন্ত্র রাষ্ট্র পরিচালনা করছে। জনগণ গোলামে পরিণত হয়েছে।

গণফোরামের দাবি, বাংলাদেশে তৃণমূল পর্যন্ত দুর্বৃত্তায়িত ও লুটেরা সন্ত্রাসী চক্রের উত্থান ঘটেছে। যারা গণতান্ত্রিক রীতিনীতি ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। দুর্বল রাষ্ট্রীয় সক্ষমতা, আইনের শাসনের অক্ষমতা, উচ্চ বৈষম্য ও দুর্নীতি রাষ্ট্রকে সর্বদিক থেকে আক্রমণ করে পঙ্গু করে ফেলেছে।

তারা মনে করে, বিরাজমান অবস্থায় কোনও দলের পক্ষে এককভাবে বঞ্চিত-শোষিত জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও জাতীয় সরকার। এই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি করে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানায় গণফোরাম।