‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ঘিরে সংঘাত-সহিংসতা বাড়ছেই। ভোটযুদ্ধে প্রাণ হারাচ্ছেন মানুষ। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি। এমন উদ্বেগ ও উৎকণ্ঠা মিশ্রিত পরিস্থিতির মধ্যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।'

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক মঞ্চ আয়োজিত "দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ও তৃণমূলে সহিংসতা:  দায় কার?" শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক হিসাবে তিনি এসব কথা বলেন।

মঞ্চের শীর্ষ নেতা ও গর্জো'র সভা প্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিএলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদসহ অনেকে।