সরকারের পরিকল্পনা বুঝতে বারবার ভুল করেছি: ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান  সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমান সরকারের পরিকল্পনা বুঝতে আমরা  বারবার ভুল করেছি, দেরিতে বুঝেছি। তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের এক জায়গায় নিয়ে কোনঠাসা করতে চায়। খালেদা জিয়াকে চিকিৎসাবিহীন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা। ২০ দলীয় জোট এবং জাতীয়তাবাদী নেতৃত্ব যেন অরাজকতায় না পড়ে, যেন বিশৃঙ্খলা না হয়, তার জন্য সজাগ থাকতে চাই।’

রবিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানান, কল্যাণ পার্টি মনে করে, ২০  দলীয় জোট তথা জাতীয়তাবাদী নেতৃত্ব কোনও অবস্থায় যেন সরকারি চক্রান্তের ফলে বিশৃঙ্খলায় না পড়ে, অবহেলায় না পড়ে, যেন নেতৃত্ব সংকট সৃষ্টি না হয়। তিনি বলেন, ‘আমরা নেতৃত্ব সংকটে আছি, জাতীয়তাবাদী পতাকা আমরা সমুন্নত রাখবো।’

তিনি আরও বলেন, ‘ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্তির তাড়নায় দেশবাসী ছটফট করছে। গণতন্ত্রহীনতার বিভীষিকা থেকে জাতি মুক্তি চায়। গুমড়ে কাঁদছে লাখো রাজনৈতিক কর্মীর পরিবার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া জনজীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। বিজয়ের আনন্দ আজ  দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এনডিপি’র চেয়ারম্যান কারি মো. আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির (একাংশের) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের  অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হক,  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রমুখ।