ড. কামাল হোসেনকে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার অনুরোধ

‘দেশের মানুষ বিশ্বাস করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ কার্যত একটি নাটকীয় আনুষ্ঠানিকতা মাত্র। চলমান সংলাপ দেশবাসীর কাছে আগের মতোই চাতুর্যপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত হয়েছে’ উল্লেখ করে ড. কামাল হোসেনকে রাষ্ট্রপতির সংলাপের অংশ না নেওয়ার জন্য অনুরোধ করেছে গণফোরামের আরেক অংশ।

শনিবার (১ জানুয়ারি)  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সংবাদ সম্মেলনে মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এতে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিতে আরেক অংশের সভাপতি ড. কামাল হোসেনের উদ্দেশে দেওয়া চিঠি পড়ে শোনান দলের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের সংলাপের অভিজ্ঞতার আলোকে গণফোরামের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে গণফোরাম। অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে,  দেশের মানুষ বিশ্বাস করে, রাষ্ট্রপতির এ সংলাপ কার্যত একটি আনুষ্ঠানিকতা মাত্র। ওই সংলাপে গণফোরামের নামে অংশগ্রহণ করা অপ্রত্যাশিত এবং বর্তমান সরকারের অপশাসন ও জনগণের ভোটাধিকার হরণের সহযোগী হিসেবে গণ্য করা হবে।