আ.লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য নয়: নুর

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য  হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিদেশের তাঁবেদারি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা।

শুক্রবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-অধিকার পরিষদ আয়োজিত নির্বাচনি সহিংসতা বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘নির্যাতন আসবে। আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২৫ বছর এই আওয়ামী লীগের নামও কেউ মুখে নিতে পারেনি। সেই আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র পরিচালনা করছে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে গণ-অধিকারের সদস্য সচিব বলেন, ‘আমি জানি নির্যাতিত হচ্ছেন। আপনাদের মতো আমিও তো কম নির্যাতিত হইনি। কিন্তু আপস করিনি। এই নির্যাতনের বিনিময়ে দেশের মানুষ মুক্তি পাবে।’

মানববন্ধনে আরাও উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা।