জাতীয় সরকারের দাবিতে জেএসডির বিক্ষোভ

‘জাতীয় সরকারের’ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ স ম আবদুর রব নেতৃত্বাধীন জেএসডি। শনিবার (৮ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে ১৮ জানুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি দিয়েছে জেএসডি।

সমাবেশে  আ স ম আবদুর রব বলেন, জাতীয় স্বার্থ রক্ষার ইচ্ছা বা সামর্থ্য কোনওটাই সরকারের নেই। তাই জাতীয় সরকার ছাড়া সংকট উত্তরণের কোনও বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। অবৈধ সরকার পতনের পর সম্ভাব্য রক্তপাতের ভয়াবহতা কোনও একক দলীয় সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সকল পক্ষের উচিত রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকার প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করা।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, আব্দুল্লাহ আল তারেক, মিজানুর রশীদ চৌধুরী, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।