রাজনীতিতে যত আবেগ আছে তত যুক্তি নাই: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের রাজনীতিতে যতখানি আবেগ আছে ততখানি যুক্তি নাই। যতখানি লড়াই করার আহ্বান আছে ততখানি চিন্তা নাই।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ কী করে বলছেন, সব রাজনৈতিক দলের ঐক্য চাই। অনেকে বলেছেন, আপনারা তৃতীয় আলাদা একটা জোট করেন। তাহলে বিরোধী দল আলাদা হয়ে যাবার কারণে শক্তি দুর্বল হয়ে যাবে? বরং ভালো করে বোঝেন, আমরা সেইভাবে ঐক্যবদ্ধ হয়েছি, যাতে মূল লড়াইটা দুর্বল না হয়। মূল লড়াই যেন শক্তি পায়। সেই বিবেচনায় ঐক্যবদ্ধ হচ্ছি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।