হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল

আগামীকাল সোমবারের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ও ভাসানী অনুসারী পরিষদ।

রবিবার (২৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতারা আধাবেলা হরতাল সফল করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বিকালে পল্টন মোড়ের সমাবেশে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাস্তায় নেমে বাঁচার দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন,  অধ্যাপক আবদুস সাত্তার, ইকবাল কবির জাহিদ, বহ্নিশিখা জামালী, মাসুদ রানা, বাচ্চু ভূঁইয়া, শহীদুল ইসলাম সবুজ, আব্দুল আলী, মিহির ঘোষ, মানস নন্দি, আকবর খান প্রমুখ।

received_681585353265588পুরান পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুসহ কর্মসূচিতে অনেকে অংশগ্রহণ করেন।

মিছিলের আগে সমাবেশে দেওয়া বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশে নীরব দুর্ভিক্ষ চলছে আর সরকার রাস্তায়  নামে মাত্র টিসিবি’র পণ্য দিয়ে দেশের জনগণকে নিয়ে উপহাস করছে।’