তুর্কি ও উইঘুর মুসলিম গণহত্যার জন্য চীনকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে

চীন সরকার ১৯৯০ সালে কাশগরের কাছে ব্যারেন জনপদে যে গণহত্যা ও বর্বরতা চালিয়েছিল সে জন্য তাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘তুর্কি ও উইঘুর মুসলিমদের গণহত্যার’ প্রতিবাদে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এ কথা বলা হয়।

আলোচনা সভায় লিখিত বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব খায়রুল আহসান বলেন, ১৯৯০ এর ৫ এপ্রিলে চীনা কর্তৃপক্ষ ২০ হাজারের বেশি সৈন্য পাঠিয়ে ও আর্টিলারি, হেলিকপ্টার গানশিপ ও বিমান হামলা চালিয়ে পূর্ব তুর্কিস্তানের মুক্তিকামী মানুষদের ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে ছিল। হাজার হাজার উইঘুর ও তুর্কি জনগণকে নির্মম ভাবে হত্যা করেছিল। বিশ্ব আজও তার বিচার দেখতে পায়নি।

তিনি আরও বলেন, ব্যারেন বিদ্রোহের পর চীন সরকার ৭ হাজার ৬০০‘র বেশি লোককে গ্রেফতার করে অনেককে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়। অনেককে মৃত্যুদণ্ড প্রদান করে। আমরা মনে করি চীনকে এ গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাড়াতে হবে।

আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সভাপতি  ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবু জাফর কাসেমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের অনান্য নেতারা।