ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ শনিবার

ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। একই সঙ্গে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সারা দেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তোলার দাবি, সরকারের গণবিরোধী নীতি, দুঃশাসন রুখে দাঁড়াতে শনিবার (৭ মে) দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি। শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে শুক্রবার দুপুরে পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘‘ঈদের পর এক দিনের জন্য সরকারি অফিস-আদালত খুলেছিল। এ দিন সরকারের সবচেয়ে অগ্রাধিকারভিত্তিক কাজ হিসেবে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ  ভাতে মারতে চলেছে।’’