বাজার ব্যবস্থা জনগণকে জিম্মি করে রেখেছে: মন্টু

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, হাসিমুখে বাজারে যাওয়া মানুষ এখন কান্না করে বাসায় ফিরে। এর দায়ভার কোনভাবেই সরকার এড়াতে পারে না। বাজার ব্যবস্থা জনগণকে জিম্মি করে রেখেছে।

বুধবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা ও সর্বগ্রাসী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। গণফোরাম ও বাংলাদেশ পিপলস্ পার্টি ঢাকা মহানগরের যৌথ উদ্যোগে এই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মন্টু বলেন, মন্ত্রীরা জনগণের কথা শুনে না, শুনে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ীদের কথা। মাটির কথা শুনতে হবে, বুঝতে হবে। যারা মা ও মাটি বুঝে না তাদের পতন অনিবার্য। 

তিনি আরও বলেন, জনতার ঐক্য আমরা চাই, জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। সেই নির্বাচনে এই প্রধানমন্ত্রীর কোন হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না।

বাংলাদেশ পিপলস্ পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছেন। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণকে অতিষ্ঠ করেছে। জনগণ আপনাদের নাম আর মুখেও আনতে চায় না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস্ পাটির মহাসচিব আব্দুল কাদের প্রমুখ।