‘দুষ্কৃতিকারীরা দল ছাড়ায় এলডিপি পবিত্র হয়েছে’

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে কয়েকজন নিষ্ক্রিয় নেতার দল ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এলডিপি (অলি আহমদ)। বৃহস্পতিবার (১২ মে) দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলডিপি দেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল।  কর্নেল অলি আহমদ বীর বিক্রম ও রেদোয়ান আহমদ এ দলের মূল আকর্ষণ। তাদের নেতৃত্বে অতীতের যেকোনও সময়ের চেয়ে এলডিপি আরও সংগঠিত ও শক্তিশালী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এলডিপি থেকে পদত্যাগকারী বেশ কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের কাছে অর্থের বিনিময়ে এলডিপির প্রেসিডেন্টের স্বাক্ষর নকল করে পদ বিক্রি করে আসছে। যা এলডিপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। অলি আহমদ তিনি এই নেতাদের এলডিপির দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন। তাছাড়া এরা অনেকেই গত দুই বছর যাবত দলীয় কার্যক্রমে অংশ নেন না।

‘দল ছাড়া নেতাদের ব্যাপারে এলডিপির স্পষ্ট ভাষ্য হলো, এরা এলডিপি থেকে বিদায় নেওয়ায় এলডিপি পবিত্র হয়েছে। সারাদেশে এলডিপির লাখ লাখ নেতা কর্মী। যারা দল ছেড়েছে এদের চলে যাওয়ায় দলের কিছু যায় আসে না। এলডিপি থেকে অতীতে যারা বিদায় নিয়েছে তারা কেউ রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি এরাও পারবে না।’

দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পদত্যাগকারীদের সঙ্গে এমন কিছু নামও রয়েছে, যারা আগে থেকে অন্য একটি সংগঠনে যুক্ত।

আরও পড়ুন: অলি আহমদের এলডিপি থেকে ‘গণপদত্যাগ’