পরিবহন চাঁদাবাজি বন্ধে সরকার ব্যর্থ: পঙ্কজ

ঐক্য ন্যাপ সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ঈদ মৌসুমে পরিবহন খাতে চাঁদাবাজি দমন ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে সরকার ব্যর্থ হয়েছে। শনিবার (১৪ মে) শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উত্তর দেশের পরিস্থিতিতে সংগঠনের করণীয় নির্ধারণকল্পে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, মানুষ যে ভালো নেই এটুকু বোঝার ক্ষমতা আমাদের ক্ষমতাসীন সরকার অনেক আগেই হারিয়ে ফেলেছে। সে জন্যই ভোজ্যতেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির পর সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাবার তো কোনও কারণ ছিল না।

সভার শুরুতে সংগঠনের উপদেষ্টা খ্যাতিমান শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও বিশিষ্ট সাহিত্যিক কথাশিল্পী শওকত ওসমানের ২৪তম মৃত্যুদিবস উপলক্ষে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালেহ আহমেদ। আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলী, অ্যাডভোকেট এসএমএ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু প্রমুখ।