সমালোচনার জবাব কোনোভাবেই ‘মৃত্যুদণ্ড’ নয়: আ স ম রব

পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘সমালোচনার জবাব কোনোভাবেই 'মৃত্যুদণ্ড' হয় না। 'সমালোচনা' এবং 'মৃত্যুদণ্ড' সমকক্ষ নয়।’

শুক্রবার (২০ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ কথা বলেন।

রব বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনও 'স্থাপনা' বা ’বধ্যভূমি’ নয়।’

তিনি বলেন, ‘সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে ‘টুস করে নদীতে ফেলে দেওয়া’ বা ‘পানিতে চুবানো উচিত’—এই 'মূল্যবোধ' এবং 'রাজনৈতিক দর্শন' সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ জোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’