অপচয় রোধ করা সরকারের কর্তব্য: রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র কখনও 'সুপার গর্জিয়াস' অনুষ্ঠানের আয়োজন করে না, বরং সব অনুষ্ঠানই অনাড়ম্বরে সীমিত রাখে। জনগণের সম্পদ অপচয় রোধ করে নিয়ন্ত্রণ করাই সরকারের নৈতিক দায় ও কর্তব্য।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর উত্তরায় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রব বলেন, ‘সরকার কোনোক্রমেই অনাড়ম্বর অনুষ্ঠানের বাইরে বিলাসবহুল কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। রাষ্ট্র ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক কোনও প্রতিষ্ঠান নয়।’

তিনি উল্লেখ করেন, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের কারও দৃষ্টি আকর্ষণের প্রয়োজন পড়ে না। অনাড়ম্বর অনুষ্ঠানেই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা সুরক্ষিত হয়। গর্জিয়াস, আড়ম্বরপূর্ণ,রাজকীয় আয়োজন গণপ্রজাতন্ত্রের বৈশিষ্ট নয়।