বন্যায় মৃত বা নিখোঁজের সংখ্যা প্রকাশের দাবি

সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বন্যায় মৃত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়েছেন আ স ম রব। গণমাধ্যম উদ্ধৃত করে তিনি বলেন, ‘বানের স্রোতে তলিয়ে যাওয়া হতভাগা মানুষের লাশ ভাসছে। কারও লাশ হাওরে, আবার কারও লাশ খালের পানিতে। দাফনের জন্য মাটি মিলছে না। দিনের পর দিন পলিথিনে মুড়িয়ে রাখা হচ্ছে লাশ। দাফনের জায়গা না পেয়ে কেউ কেউ প্রিয়জনের লাশ ভাসিয়ে দিচ্ছে বানের পানিতে।’

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জেএসডি সভাপতি আসম রব এসব অভিযোগ করেন। তিনি মনে করেন, ‘মৃত বা নিখোঁজের সংখ্যা কত— সরকার তাও প্রকাশ করতে পারছে না। সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা কল্পনাতীত। হবিগঞ্জসহ বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।’

বিবৃতিতে রব উল্লেখ করেন, বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।