এবার সরকার বেকায়দায় আছে: মান্না

সরকার এখন নানা বাহানা বের করেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তারা বলে আমরা ভোট দেবো, আসেন সবাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধ করছে, বিএনপিকে একটু বোঝান তারা যেন নির্বাচনে আসে। মানে এবার একটু সরকার বেকায়দায় আছে।

মঙ্গলবার (৫) জুলাই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নোমানীর ওপর বর্বরোচিত হামলাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল নাগরিক আন্দোলন এই মানববন্ধন আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষেরা তাদের অপকর্ম জেনে গেছে। বিশ্বের বড় গণতান্ত্রিক শক্তিগুলো জানে, আমাদের আশপাশের যত দেশ আছে তারা সবাই জানে যে বাংলাদেশে কথা বলার অধিকার নাই। তারা জানে বাংলাদেশে সাংবাদিকতার অধিকার নাই। তারা জানে বাংলাদেশে এমনকি সোশাল মিডিয়াগুলোর কিছু বলার অধিকার নাই।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও কৃষক দল নেতা আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইবনে মঈন চৌধুরী প্রমুখ।