খালেদা জিয়ার মুক্তি-মামলা প্রত্যাহারের দাবিতে আমরা একমত: নুর

গণঅধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে প্রায় ৩৬ লাখ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেক ধর্মীয় নেতা ও বরণ্যে ব্যক্তিকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে রাখা হয়েছে। সে ক্ষেত্রে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি এবং ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়ে আমরা একমত হয়েছি।

বুধবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিএনপির সঙ্গে মতবিনিময় শেষে দলের পক্ষে এসব কথা বলেছেন নুরুল হক নুর।

বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘দেশের চলমান সংকটে রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়েছে। চলমান সংকটকে যেভাবে আমরা দেখি তাতে বিএনপির সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই। আজকের আলোচনায় আমাদের ১০টি বিষয় ছিল, সেই ১০টি বিষয়ে আমরা একমত পোষণ করেছি।’

নুর বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির দাবির সঙ্গে আমরাও একমত। এসব দাবির মধ্যে রয়েছে— অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে পদত্যাগে বাধ্য করা, সংসদ বিলুপ্ত করা, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের ব্যবস্থা।’