৮৩-তে পা দিলেন প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য

ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের জন্মদিন আজ শনিবার (৬ আগস্ট)। তিনি আজকের দিনে ৮৩ বছর বয়সে পা দিয়েছেন। 

দিনটি উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় রুম-১, পশ্চিম গ্যালারির নিচে আলোচনা সভা ও সুহৃদ সমাবেশ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাতে সম্মিলিত সামাজিক আন্দোলনের দফতর সম্পাদক বিপ্লব চাকমা এসব তথ্য জানান। তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্য বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন।

সংগঠনসূত্র জানায়, ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম নেন পঙ্কজ ভট্টাচার্য । বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী।