সরকার শুধু বিরোধীদলের ওপর সবল: মান্না

আওয়ামী লীগ সরকারকে দুর্বল মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার শুধু বিরোধীদলের ওপর সবল। সবাই একসাথে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে এককোটি শিক্ষিত বেকার। ৬ কোটি টাকার কাজ ১০ কোটির টাকা দিয়ে করেছে।

তিনি বলেন, এই সরকার একটি দুর্বল সরকার, শুধু বিরোধীদলের ওপর সবল। আমেরিকা-লন্ডনে গেছেন তিনি তাদেরকে ম্যানেজ করতে। গিয়ে বুঝাচ্ছেন— আমরা ইভিএমে ভোট করি। ইভিএম তো স্বচ্ছ। এজন্য আমাদেরকে বুঝাতে হচ্ছে— এই ইভিএম সেই ইভিএম না। বাংলাদেশের ইভিএম চুরির বাকশো। চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না।

শাহ মোয়াজ্জেম সম্পর্কে মান্না বলেন, শাহ মোয়াজ্জেম ছিলেন ছাত্র রাজনীতির আইকন। তার সত্য বলার অসাধারণ সাহসিকতা ছিল।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।