বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি: বি. চৌধুরী

অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীবর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে নাটোর জেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বি চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সাম্প্রতিক সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনও অবাধ এবং সুষ্ঠু হয়নি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই।’
জনগণের ওপর পুলিশ নির্যাতন করছে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশ একজন চা দোকানিকে পুড়িয়ে মেরেছে। সরকারের জন্য এটা লজ্জার বিষয়, তারা পুলিশ বাহিনীকে রক্ষা করতে পারছে না।’
বি চৌধুরী বলেন, ‘রাজনীতিতে এখন চোর ও সন্ত্রাসীদের আধিপত্য। আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সৎ মানুষের রাজনীতির কোনো বিকল্প নেই।’ তিনি সন্ত্রাস, দুর্নীতি এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার জন্য দলে সদ্য যোগদানকারীসহ বিকল্পধারার নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এর আগে নাটোর সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা মো. রকিবউদ্দিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এম এ সামাদ, বিএনপি নেতা প্রদীপ কুমার সরকার এবং নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা শামীম হোসেনের নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতা কর্মী বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেন। নাটোরের নেতারা দেড় হাজার নেতা কর্মীর স্বাক্ষরিত বিকল্পধারার সদস্য ফরম বি. চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, বেগ মাহতাব, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

/সিএ/এজে/