র‌্যাব গঠন মার্কিনিরা কীভাবে ঠিক করে দেয়, প্রশ্ন সাইফুল হকের

র‌্যাব গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ নেওয়া হয়েছিল, এমনকি তারা প্রশিক্ষণও দিয়েছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘একটি স্বাধীন দেশের এলিট বাহিনীর গঠন ও তাদের তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্র কী করে ঠিক করে দেয়?’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সরকার রাষ্ট্রের বাহিনীগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে তাদের বিতর্কিত করে তুলেছে এবং গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে।’

শুক্রবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জে দলের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাইফুল হক ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক শেখ মো. শিমুল।

পার্টির মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মো. শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুনসুর আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরুদ্দিন উজ্জ্বল প্রমুখ।

সন্ধ্যায় পার্টির সম্মেলনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান মঞ্চস্থ হয়।