রাজনৈতিক সংস্কার প্রশ্নে যুগপৎ আন্দোলন শুরু হবে শিগগিরই: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান সংকট নিরসনে সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, রাষ্ট্রীয় রাজনৈতিক সংস্কার প্রশ্নে যুগপৎ আন্দোলন শুরু হবে শিগগিরই।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম মিলনায়তনে জেএসডির কাউন্সিল উত্তর রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুর রব বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থন ছাড়া ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার রাষ্ট্রকে দলীয় ও ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে। এর ফলে অন্যায়-অবিচার এবং দুঃশাসনে সমাজ বিপদগ্রস্ত হয়ে পড়েছে।’

জেএসডির সভাপতি বলেন, ‘বিরোধী দল বিএনপির ঢাকার একটি সমাবেশকে কেন্দ্র করে, সরকারের যুদ্ধংদেহী মনোভাব, প্রাণহরণ, দলীয় কার্যালয় লন্ডভন্ডকরাসহ অনুর্বর মস্তিষ্কপ্রসূত সরকারের কর্মকাণ্ড কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।’

রাষ্ট্রকে সচেতনভাবে পরিকল্পনা অনুসারে বিনির্মাণ করার লক্ষ্যে তিনি জেএসডির ১০ দফা কর্মসূচি (সংক্ষেপিত) তুলে ধরেন। এগুলো হলো- সংবিধান সংশোধন; ন্যায় বিচার প্রতিষ্ঠা; মানবাধিকারের নিশ্চয়তা; রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার; নিরপেক্ষ নির্বাচন; প্রজাতন্ত্র দিবস ঘোষণা; প্রতিরক্ষা বাহিনী আধুনিকীকরণ; স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান; জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠন; সার্কের অধীন উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করা।

এছাড়া তিনি গত ৪ ডিসেম্বর দলের কাউন্সিলে গৃহীত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আ স ম আব্দুর রব, বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়াসহ অন্যান্য নেতারা।