৩০ ডিসেম্বর দেশব্যাপী গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ৩০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ, সমাবেশ ও মিছিলের তারিখ নির্ধারণ করেছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এ দিন সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হবে। সারা দেশে গণতন্ত্র মঞ্চের গণবিক্ষোভ, গণমিছিল কর্মসূচি চলবে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদিকদের উদ্দেশে মান্না বলেন, ‘আমরা এর আগে ১২ ডিসেম্বর শিশু কল্যাণ অধিকার পরিষদের অডিটোরিয়ামে আপনাদের সঙ্গে মিলিত হয়েছিলাম। সেখানে মানুষের মধ্যে যে আন্দোলনে দানা বেঁধেছে, সেটা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের মাঝে ব্যক্ত করেছিলাম।’

ইতোমধ্যে অনেক পানি গড়িয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা ও মতবিনিময় করছি। তারা আমাদের জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে কী করা যেতে পারে। আমরা সবাই জানিয়েছিলাম, তুমি অধম বলে কী আমি উত্তম হবো না?’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘কালো দিন’ উল্লেখ করে মান্না বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলমান আছে। এ বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত হয়েছে। এটা ঘোষণা করার জন্য আজ আমরা এই সংবাদ সম্মেলন করছি।’

মান্না বলেন, ‘৩০ তারিখ দেশব্যাপী গণমিছিল, গণবিক্ষোভ হবে। আমরা ছাড়াও দুই একটি বা অনেকগুলো দল একই কর্মসূচি ঘোষণা করবে। একইসঙ্গে একইরকম দাবিতে সেদিন তারা কর্মসূচি পালন করবে।’

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে সমাবেশ শুরু হবে। এরপর আমরা মিছিল নিয়ে এগোবো।’

গণতন্ত্র মঞ্চ কেবল একদফা আন্দোলন করছে না মন্তব্য করে মান্না বলেন, ‘আমাদের আন্দোলনের শীর্ষবিন্দু হলো এই সরকারের পদত্যাগের দাবি, অন্তরবর্তী সরকার প্রতিষ্ঠা করা, দেশে নির্বাচনের মাঠ তৈরি করা, একইসেঙ্গ সামগ্রিক রাষ্ট্র ও শাসন ব্যবস্থার পরিবর্তন চাওয়া। এটাই আমাদের যুগপৎ আন্দোলনের ভিত্তি। আমরা এ বিষয়ে আলোচনা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দিকে আঙুল তুলে কোনও কথা বলা যাবে না। একই ঘোষণা অনেকগুলো দল থেকে আসবে। কালো দিনের প্রতি ঘৃণা প্রকাশ করে আন্দোলন করবো। বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তির কথা আগেই বলেছি। এর সঙ্গে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ আরও যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দাবি জানাবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের অন্যান্য শরিক দলের নেতারা।