বাংলাদেশকেই ডান্ডাবেড়ি পরানো হয়েছে: আ স ম রব

হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজা পড়াতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।  তারা সব গায়েবি মামলা দ্রুত প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষমতার প্রচণ্ড উন্মত্ততায় সরকার কার্যত মুক্তিযুদ্ধের চেতনার হাতে 'হাতকড়া' আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে 'ডান্ডাবেড়ি' পরিয়ে দিয়েছে।

‘এটা বিরোধী রাজনীতির প্রতি কর্তৃত্ববাদী সরকারের চরম জিঘাংসার বহিঃপ্রকাশ। এ ধরনের সংবিধানবহির্ভূত এবং অমানবিক ঘটনায় সরকার মোটেই অনুতপ্ত নয়; বরং সব নিষ্ঠুরতা এবং বীভৎসতাকে সরকার গৌরবজনক মনে করে।’

জেএসডির দুই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে সরকার সব অবৈধ কর্মকাণ্ড, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে ন্যায্যতা প্রদানের অপচেষ্টা করে যাচ্ছে এবং বেশ কিছু তাঁবেদার দল, সংগঠন ও ব্যক্তি- স্তাবকতার মাধ্যমে সরকারের সব অন্যায্য, অমানবিক ও অগণতান্ত্রিক কার্যকলাপকে অব্যাহত সমর্থন দিয়ে রাষ্ট্রকে গভীর সংকটে নিপতিত করছে।’

আরও পড়ুন: হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন বিএনপি নেতা