‘জামায়াত প্রসঙ্গ তোলায় বিএনপির ধমক’ প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান

‘জামায়াত প্রসঙ্গ তোলায় বিএনপির ধমক’ শীর্ষক সংবাদ প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। রবিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি এ প্রতিক্রিয়া পাঠান।

প্রতিক্রিয়ায় ইরান উল্লেখ করেন, ‘আজ ২৯ জানুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ডটকম-এর রাজনীতি বিভাগে প্রকাশিত ‘জামায়াত প্রসঙ্গ তোলায় বিএনপির ধমক’ শিরোনামে সংবাদে আমার প্রশ্নের উদ্ধৃতি ‘জামায়াত যুগপৎ আন্দোলনে দৃশ্যমান নেই কেন। বিএনপির সঙ্গে জামায়াতের যোগাযোগ আছে কিনা?’ এবং  জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আছে কী নেই, সেটা তোমাকে কেন জানাতে হবে। ১২ দলীয় জোটের পক্ষ থেকে এই বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার আছে কিনা’ উল্লেখ করা সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।’

ইরান লেখেন, ‘আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আজ (রবিবার) বেলা ১১টায় গুলশানে বিএনপি কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় জামায়াতে ইসলামীর প্রসঙ্গ নিয়ে উদ্ভূত পরিস্থিতি বা বিব্রত হওয়ার মতো কোনও বক্তব্য, প্রশ্ন বা ঘটনা ঘটেনি। প্রকাশিত সংবাদটি অসত্য, বানোয়াট ও কল্পনাপ্রসূত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একান্ত বৈঠকের তথ্যসূত্র উল্লেখ না করে এভাবে নিউজ করা খুবই দুঃখজনক ও পেশাগত সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

‘আমি জনপ্রিয় ও দায়িত্বশীল বাংলা ট্রিবিউন অনলাইনটির কাছে আগামীতে আরও দায়িত্বশীল সংবাদ ও ভূমিকা একান্তভাবে প্রত্যাশা করছি। আশা করি, আমার প্রতিবাদটি প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করবেন।’

প্রতিবেদকের জবাব

রবিবার (২৯ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে ‘জামায়াত প্রসঙ্গ তোলায় বিএনপির ধমক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে ১২ দলীয় জোটের বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়। যে ঘটনাকে মোস্তাফিজুর রহমান ইরান ‘অসত্য, বানোয়াট ও কল্পনাপ্রসূত’ উল্লেখ করেছেন, সে ঘটনার সত্যতা সম্পর্কেও তার মন্তব্য প্রকাশিত হয়েছে। সব পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির সঙ্গে বৈঠক অন্যান্য দিনের মতো ভালো হয়েছে। জামায়াত প্রসঙ্গে বলার মতো কিছু হয়নি। তেমন কিছু হয়নি। আমি বৈঠকে উল্লেখ করেছিলাম— বিএনপি বৃহৎ আন্দোলন করতে চায়। সেক্ষেত্রে আরও অনেক দল আছে, বিশেষত জোটের সাবেক শরিক জামায়াত ছিল। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা। তখন তারা (বিএনপি) বললো, ‘তাদের মতো তারা যোগাযোগ রাখছে। বিষয়টা ওনারা দেখবেন। এই ফোরামে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছেন না।’

আরও পড়ুন: