শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবি খেলাফত মজলিসের

শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার (১ মে) শ্রমিক মজলিসের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশে  তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, ‘শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। শ্রমিক দিবস আসলে সরকার ও মালিকপক্ষ বক্তব্য-বিবৃতি দিলেও কার্যত তারা শ্রমিক বান্ধব নয়। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে, তার বেশিরভাগ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার ওপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। ইসলামি শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা যাবে। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।’

সমাবেশ শেষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বিজয়নগর পানির ট্যাংকি থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাপ্ত হয়। সমাবেশে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— খেলাফত মজলিসের নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শ্রমিক মজলিসের সাবেক সভাপতি হাজী নুর হোসেন প্রমুখ।