দেশ সরকারবিহীন হয়ে পড়ছে: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার ক্রমাগতভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং দেশ সরকারবিহীন হয়ে পড়ছে। এই ধরনের পরিস্থিতি একটি  রাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই ভয়ংকর ও নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সরকারের পদত্যাগ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা।

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)-এর মে দিবসের মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম রব আরও বলেন, ‘রাষ্ট্র ব্যবস্থা বদল করে শ্রমজীব-পেশাজীবী মানুষের অংশীদারিত্বমূলক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া শ্রমিকসমাজের অধিকার নিশ্চিত হবে না। ন্যূনতম জাতীয় মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম-আইন সংশোধন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শ্রমজীবী-কর্মজীবী মানুষের অংশ গ্রহণ নিশ্চিন্ত করা, কল-কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার ও বাধ্যতামূলক আইন করা, নিরাপদ কর্মক্ষেত্র ও কল-কারখানায় প্রস্তাবিত  জরুরি পরিষেবা আইন বন্ধ করতে হবে।’

শ্রমিক নেতা ও এসএসপির প্রধান সমন্বয়কারী এ এ এম ফয়েজের সভাপতিত্বে শ্রমিক নেতা আবদুর রহমানের  পরিচালনায় আরও বক্তব্য রাখেন মোশারেফ হোসেন মন্টু, বাচ্চু ভূঁইয়া, আবদুল করিম, সোহেল রানা সম্পদ, নেক মোহাম্মদ, নুর আহমদ সেলিম, বাচ্চু মিয়া।