৯ বছরে বাংলা ট্রিবিউন উচ্চতর মান অর্জন করেছে: সাইফুল হক

‘নানা প্রতিকূল ও বৈরী পরিস্থিতিতে একটা অনলাইনের নিউজমাধ্যমের সাফল্যের সঙ্গে ৯ বছর টিকে থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা আনন্দের যে বাংলা ট্রিবিউন অনলাইন নিউজ পোর্টাল ইতোমধ্যে পাঠকপ্রিয়তায় নিজেকে শীর্ষ পর্যায়ে উন্নীত করেছে। পাঠকদের বিশ্বাস, আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সংবাদ প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানের গুরুত্ব ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করেছে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে এসব কথা বলেন।

শনিবার (১৩ মে) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তিনি সব সাংবাদিক, কর্তৃপক্ষ, স্টাফ ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাইফুল হক বলেন, গত ৯ বছরে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাংলা ট্রিবিউন উচ্চতর মান অর্জন করেছে। সংবাদের পেছনের সংবাদের ক্ষেত্রেও পাঠকের আগ্রহ বাড়িয়ে তুলেছে।

তিনি বলেন, এটা সবার জানা যে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক আইনের ঘেরাটোপে থেকে পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতা এখন কঠিন। এর মধ্যেও জনগণের আকাঙ্ক্ষার অনুগামী থেকে বাংলা ট্রিবিউন সময়ের কণ্ঠকে ধারণে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলা ট্রিবিউন জনগণের এই প্রত্যাশা বৃদ্ধি করে চলেছে। একটি অনলাইন মিডিয়াও যে জনগণের নানা অংশকে প্রতিনিধিত্ব করতে পারে, বাংলা ট্রিবিউন তার এক নজির।

দেশ ও জনগণ এখন এক ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে সাইফুল হক বলেন, এই সময় বাংলা ট্রিবিউনকে দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। আশা করি বাংলা ট্রিবিউন দেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হবে, দেশকে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উত্তরোত্তর তার ভূমিকা প্রশস্ত করবে।

ব্যক্তিগতভাবে বলতে পারি, বাংলা ট্রিবিউন আমার সারা দিনমানের এক গুরুত্বপূর্ণ সহযোগী। আমি এই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য কামনা করি। আরও একবার বাংলা ট্রিবিউন পরিবারের সব সদস্যকে প্রীতি ও উষ্ণ শুভেচ্ছা।