ইসির কাছে বিএনএম’র ৫ দাবি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম। শনিবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দাবিগুলো তুলে ধরেন দলটির সদস্য সচিব মেজর (অব.) মুহা. হানিফ।

এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ও বিকালে দুই দফায় বৈঠকে অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল। বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর  ইসির এই মতবিনিময় সভা বর্জন করেছে।

পরে মেজর (অব.) মুহা. হানিফ সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিএনএমের প্রস্তাবনা আমরা ইসিকে জানিয়েছি। আমরা প্রত্যাশা করি, কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দাবিগুলোর বাস্তবায়ন করবে।’

দলটির দাবিগুলো হচ্ছে, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রদান নিশ্চিত করা; নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত  প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টদের নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনী মোতায়ন করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রয়োগকারী সংস্থাসমূহ এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা; ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা এবং নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জনমনে নির্বাচন বিষয়ে আশঙ্কা দূর করা।