ইসির সংলাপে যে কারণে যায়নি জেএসডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের ডাকা আলোচনা সভায় অংশগ্রহণ না করার কারণ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণপত্রের বিপরীতে দলটির  সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সই করা একটি  চিঠি পাঠিয়ে এই কারণ উল্লেখ করা হয়েছে।

ইসি বরাবর জেএসডির পাঠানো চিঠিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি  বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের সামনে নির্বাচন কমিশন চিঠি রেখে এসেছে। রাজনৈতিক এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে কোনও ধরনের আলোচনায় অংশগ্রহণ বা  দলের পক্ষে কারও প্রতিনিধিত্ব করার সুযোগ নেই।

চিঠিতে আরও বলা হয়, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক সংগ্রাম ও আন্দোলনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাবার উপযোগী পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন কমিশনের আলোচনা বা সংলাপ ফলপ্রসূ হতে পারে।