দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান বাংলাদেশ ন্যাপের

সিন্ডিকেট করে যে সব দুর্বৃত্তরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে  নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। এই সংকট কাটিয়ে উঠতে তারা  দ্রুত পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে।

রবিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। 

তারা বলেন, অসৎ ও লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে  জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলছে। যেসব পণ্যের মূল্য প্রতিমুহূর্তে বাড়ছে, সেসব পণ্যের সংকট নেই— এটা ব্যবসায়ীদের মুখ থেকেই বেরিয়ে আসছে। একটা কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে লুটেরারা দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

দুই নেতা বলেন, যারা পণ্য মজুত ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে, জনজীবন আরও বেশি দুর্বিসহ হয়ে উঠবে। আর এখনই যদি মূল্য নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।