ডামি নির্বাচন সারা বিশ্বের কাছে আমাদের লজ্জিত করছে: গণফোরাম

গণফোরামোর সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, আব্রাহাম লিংকন গণতন্ত্রের একটা সর্বজনীন সংজ্ঞা দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সেই সংজ্ঞা পাল্টে দিয়েছেন— গভর্নমেন্ট অব দ্য ডামি, বাই দ্য ডামি, ফর দ্য ডামি। তিনি বলেন, ‘এই যে একটা ডামি নির্বাচন চালু করলেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করলেন, আমাদের লজ্জিত করলেন।’

বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবি, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সুব্রত চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ থেকে সর্বজনীন ভোটাধিকার নির্বাসিত করেছেন। বাংলাদেশের সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে শেখ হাসিনা বছরের পর বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছেন।’

তিনি বলেন, ‘জনগণের বিরুদ্ধে আপনার বাহিনী পুনরায় লেলিয়ে দেবেন না। জনগণ আপনার পাতানো, সাজানো ডামি নির্বাচনে যাবে না। আইয়ুব খান, ইয়াহিয়া খান ও এরশাদকে বাংলাদেশের জনগণ ছাড়েনি। কর্তৃত্ববাদী শেখ হাসিনাকেও ছাড়বে না, সেই পথেই যেতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণফোরাম নির্বাহী সভাপতি এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।