আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় গণতন্ত্র মঞ্চের নেতাদের

সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মুক্তি পাওয়া নেতারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। গণতন্ত্র মঞ্চও আন্দোলন অব্যাহত রাখবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ব্যাংক লোপাট এবং অর্থপাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই প্রধান বিচারপতির সামনে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেফতার করে কী আন্দোলন থামাতে পারবে? কালকে (বৃহস্পতিবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন… উনারা মুক্তির পর কী বলেছেন?... গ্রেফতার করে, নির্যাতন করে আন্দোলন ধ্বংস করতে পারবেন না… আন্দোলন চলবে।”

মান্না বলেন, ‘‘আমরাও বলি, আন্দোলন চলবে, আন্দোলন থামবে না… যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেনে, ‘তারা (সরকার) ভেবেছে মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে, গুম করে, ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবে। এই সরকারের লাঠি-গুলি-হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্বুদ্ধ করবো। রাজপথ মানুষের দখলে যাবে… সেদিন বেশি দেরি নাই।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, জেএসডির কামাল উদ্দিন ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ বক্তব্য রাখেন।