ঋণখেলাপিদের শাস্তি দাবি

কেন্দ্রীয় ব্যাংকের গেটে বিক্ষোভ, হবে দুদক-এনবিআরের সামনেও

ঋণখেলাপিদের শাস্তির দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেটে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট দিয়ে চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এসময় বিক্ষোভকারীরা ব্যাংকের টাকা লুটপাট ও অর্থ পাচারকারীদের শাস্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করে বাম জোটের সংগঠনগুলো। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানাসহ বাম জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তারা অর্থ পাচারের টাকা ফেরত আনা ও জড়িতদের শাস্তি, বেনামি ঋণের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম দূর করার দাবি জানান। এসব দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেনের প্রিন্স বলেন, আজ আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করলাম। এরপর দুদক, এনবিআরের সামনে বসবো। আমাদের আন্দোলন চলবে।