ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে: সিপিবি

ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে বলে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল ও দলীয় নেতাকর্মীরা উন্নয়নকে অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছে।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দ্রবমূল্য বৃদ্ধি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচারের হোতাদের বিচার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নেতার বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবি’ শীর্ষক সমাবেশের আয়োজ করে ঢাকা মহানগর দক্ষিণ সিপিবি।

জলি তালুকদার বলেন, ‘লুটপাট, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের ঢাল হিসেবে কখনও উন্নয়ন, কখনও মুক্তিযুদ্ধের কথাও বলা হচ্ছে। ক্ষমতাসীনরা এভাবে নিজেদের অপরাধ আড়ালে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে বাজার সিন্ডিকেটের হোতারা জিনিসপত্রের দাম বাড়াতে শুরু করেছে। মূল্যবৃদ্ধির পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছে সরকার। জরুরি ওষুধ, শিশুখাদ্য, ভোজ্যতেল এমনকি অতি সাধারণ শাক-সবজির বাজারও পরিকল্পিতভাবে গুটিকয়েক গোষ্ঠীর হাতে জিম্মি।’

সমাবেশে আরও ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।