জনগণ বরই খাবে, মন্ত্রী খাবেন আঙুর-খেজুর: বাংলাদেশ ন্যাপ

খেজুর আর আঙুরের বদলে বরই দিয়ে জনগণকে ইফতারের পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির নেতারা বলেছেন, জনগণ বরই খাবে আর মন্ত্রী খাবেন আঙুর-খেজুর, কি আশ্চর্য রাষ্ট্রব্যবস্থা! জনগণের দুরবস্থা নিয়ে মন্ত্রীরা রসিকতা করার সাহস দেখান।

মঙ্গলবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘এমন সময় শিল্পমন্ত্রী আঙুর, খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের পরামর্শ দিচ্ছেন, যখন সরকার বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।’