বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে: মিনার

এবি পার্টির যুগ্ম আহহ্বায়ক অধ্যাপক ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার বলেছেন, এমন স্বাধীনতা পেয়েছি যে আজ আপনাদের এক প্যাকেট খাবারের জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। স্বাধীনতার নামে এই অসম ব্যবস্থা, অনৈতিকতা আর অবাধ লুটপাট চলতে পারে না। তাই আমাদের বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।

সোমবার (২৫ মার্চ) মাসব্যাপী গণ-ইফতারের ১৪তম দিনে আয়োজিত গণ-সমাবেশে এই অভিযোগ করেন এবি পার্টির নেতারা। পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ-ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু প্রমুখ।

আব্দুল ওহাব মিনার বলেন, ‘আমরা মনে করি, আপনারা যারা আমাদের এখানে ইফতার করতে এসেছেন, আর যারা আয়োজন করেছেন সবাই মানুষ। কাল আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আজ তার কিছুই প্রতিষ্ঠিত হয়নি।’

দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘পত্রপত্রিকায় খবর বেরিয়েছে ৪ কোটি মানুষকে ঋণ করে প্রতিদিনের খাবার যোগাড় করতে হচ্ছে। মানুষ যখন নীরব দুর্ভিক্ষে দিশাহারা, তখন সরকারের মন্ত্রীরা মানুষের কষ্ট নিয়ে বিদ্রুপ ও উপহাস করছে।’

তিনি বলেন, ‘জিনিষপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে, দাম বাড়লে এর লাভ উৎপাদনকারী ও কৃষকদের পাওয়ার কথা। কিন্তু কৃষক লোকসান গুনতে গুনতে সর্বাহারা হয়ে পড়েছে। সরকারি দলের চাঁদাবাজ ও লুটপাট সিন্ডিকেট সব লাভ খেয়ে ফেলছে।’ তিনি এই লুটপাট নৈরাজ্যের বিরুদ্ধে সাধারাণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।