এই দেশকে তারা গাজা বানাতে চায়: মোস্তফা আমীর ফয়সল

বাংলার অখণ্ডতাকে ছিন্নভিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, ‘ফিলিস্তিনির মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে, আমরা তা জানি।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ফরিদপুরের সদরপুরস্থ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের নামাজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

দলটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী আজ পবিত্র ঈদুল ফিতরের ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একযোগে এসব জামাত অনুষ্ঠিত হয়।  
ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের নামাজ শেষে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বাংলার অখণ্ডতাকে ছিন্নভিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। ফিলিস্তিনের মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা জানি।

তিনি বলেন, কোনও চক্রান্ত আমরা সফল হতে দেবো না। এই দেশকে তারা গাজা বানাতে চায়। এত সহজ নয় বাংলাদেশকে গাজা বানানো। প্রিয় মাতৃভূমিকে ষড়যন্ত্রকারীরা যাতে গাজায় পরিণত করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক করলাম।