ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জে গণসংহতি আন্দোলনের নিন্দা

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ মঞ্চের পক্ষ থেকে ধর্ষণবিরোধী গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে পুলিশ হামলা ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

মঙ্গলবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, সারা দেশে নারীর ওপর অব্যাহত নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী খুনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে পূর্ব ঘোষিত প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশের হামলা প্রমাণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ন্যায্য আন্দোলন দমনে ফ্যাসিবাদী কায়দা অব্যাহত রেখেছে। যা জুলাই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের জান-মালের নিরাপত্তায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। তার এমন ব্যর্থতা জনগণের মধ্যে হতাশার সঞ্চার করবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেশকে বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। কাজেই অপরাধমূলক মব কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে শক্ত ও দৃঢ় ভূমিকা নিতে হবে। অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিপীড়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।