যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি সংগঠন। ৬ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। ফলে যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) ভোর ৪টা নাগাদ এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও দলীয় পরিচয় নেই। আমরা সবাই জুলাই যোদ্ধা পরিচয়ে এখানে এসেছি।’

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ড ধীরে ধীরে উপস্থিতি বাড়তে দেখা গেছে।